Sylhet Today 24 PRINT

‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের যন্ত্রণায় ফেসবুক ছাড়লেন ন্যান্সি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০২১

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজ আনপাবলিশ করেছেন। কারণ সাইবার বুলিং।

ফেসবুকে ন্যান্সিকে বিভিন্নভাবে আক্রমণ ও বিরক্ত করা হচ্ছে। কটুকথা, কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে তাকে ও তার পরিবার নিয়ে। অযাচিত প্রশ্ন করা হচ্ছে তাকে।

ন্যান্সি বলেন, ‘কিছু মানুষ আছে, যারা এত কুরুচিপূর্ণ কথা বলেন যে, দৈনন্দিন জীবনের স্বাভাবিকতা নষ্ট হয়। সবকিছু তো এড়িয়ে যাওয়া যায় না। কিছু কথা চোখে পড়েই যায়।’

তিনি আরও বলেন, ‘আমার ১৬ বছরের ক্যারিয়ার। এই সময়ের মধ্যে আমি অনেক কৈফিয়ত দিয়েছি। আর না। আমার পরিবার ছাড়া আর কারও কাছে কৈফিয়ত দেয়ার নাই। আমি একটু আমার মতো করে থাকতে চাই।’

দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও কণ্ঠশিল্পীদের সঙ্গেও একই রকম ঘটনা ঘটছে বলে উল্লেখ করেন ন্যান্সি। তিনি জয়া আহসান, পরীমনি, জান্নাতুল ফেরদৌস পিয়া ও হাবিব ওয়াহিদের প্রসঙ্গ টানেন।

তিনি বলেন, ‘জয়া আপু দুই বাংলার এত জনপ্রিয় অভিনয়শিল্পী; তারপরও একদল মানুষ ফেসবুকে তাকে নিয়ে বাজে মন্তব্য করছে। পরীমনি ফোর্বসের মতো ম্যাগাজিনের তালিকায় থাকেন। পিয়া আন্তর্জাতিক মডেল, হাবিব ভাইয়ের গান দেশের সব শ্রোতাই শোনেন। কিন্তু কিছু মানুষ যেন ওত পেতে থাকে যে, তারা কখন ফেসবুকে কিছু পোস্ট করবে বা লাইভে আসবে আর তারা বাজে মন্তব্য করবে।’

কুরুচিপূর্ণ সেই মন্তব্যে ও কথায় ন্যান্সির পরিবারের সদস্যদেরও জড়ানো হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি কথা বলে রেখেছেন পুলিশের সাইবার ক্রাইম বিভাগে।

এসব অনাকাঙ্ক্ষিত, অযাচিত ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতেই ন্যান্সি তার ফেসবুক পেজ আনপাবলিশ করে রেখেছেন। জানিয়েছেন, ইচ্ছে হলে পেজটি আবার পাবলিশ করবেন। যদি প্রয়োজন হয় তাহলে আবার আনপাবলিশ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.