Sylhet Today 24 PRINT

অভিনেতা শাহীন আলম মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০২১

এক সময়ের ব্যস্ত অভিনেতা শাহীন আলম মারা গেছেন। সোমবার রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফসাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহীন আলমের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে ফাহিম নূরে আলম। দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন শাহীন আলম। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এর পরে আরো অনেক ছবিতে অভিনয় করেন তিনি। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ঘাটের মাঝি’, ‘এক পলকে’, ‘গরিবের সংসার’, ‘তেজী’, ‘চাঁদাবাজ’, ‘প্রেম প্রতিশোধ’, ‘টাইগার’, ‘রাগ-অনুরাগ’, ‘দাগী সন্তান’, ‘বাঘা-বাঘিনী’, ‘আলিফ লায়লা’, ‘স্বপ্নের নায়ক’, ‘আঞ্জুমান’, ‘অজানা শত্রু’, ‘দেশদ্রোহী’, ‘প্রেম দিওয়ানা’, ‘আমার মা’, ‘পাগলা বাবুল’, ‘শক্তির লড়াই’, ‘দলপতি’, ‘পাপী সন্তান’, ‘ঢাকাইয়া মাস্তান’, ‘বিগ বস’, ‘বাবা’, ‘বাঘের বাচ্চা’, ‘বিদ্রোহী সালাউদ্দিন’ ইত্যাদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.