Sylhet Today 24 PRINT

তরুণ চলচ্চিত্র নির্মাতা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় আর নেই

বিনোদন ডেস্ক  |  ০৮ নভেম্বর, ২০১৫

পশ্চিমবঙ্গের খ্যাতিমান তরুণ চলচ্চিত্র নির্মাতা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেছেন। ১ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে সুস্থ হয়ে বাড়ি ফেরা হল না তাঁর। মাত্র ৪৫ বছর বয়সে শনিবার রাত ৯টায় না ফেরার দেশে চলে গেলেন এই গুণী নির্মাতা।

তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘কাঁটাতার’, ‘সম্প্রদান’, ‘কাল’, ‘হাউসফুল’, ‘কাগজের বউ’, ‘এলার চার অধ্যায়’ ও ‘নায়িকা সংবাদ’।  বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবি ‘সম্প্রদান’ ২০০০ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৩টি পুরস্কার পায়।

অল্প সময়ের ব্যবধানে তাঁর কাজ বাংলা চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক  প্রশংসিত হয়। তাঁর অকাল প্রয়াণে শোক নেমে এসেছে টালিগঞ্জের সিনেমা পাড়ায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.