Sylhet Today 24 PRINT

জয়াকে এক হাত নিলেন শাকিব!

বিনোদন ডেস্ক  |  ১১ নভেম্বর, ২০১৫

কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’ ছবির একটি দৃশ্য নিয়ে অভিনেত্রী জয়া আহসানকে এক হাত নিয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। রাজকাহিনীতে জয়া আহসানের একটি দৃশ্য নিয়ে ক'দিন ধরেই ফেসবুকে-আলোচনা সমলোচনা চলছিলো। একপক্ষ জয়ার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুললেও আরেকপক্ষ জয়ার সাহসিকতার প্রশংসাও করেন।

দুই পক্ষের এমন আলোচনার মধ্যে এবার যোগ দিলেন শাকিব খান। বুধবার একটি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণকে শাকিব রাজকাহিনীতে জয়ার অভিনয়ের কড়া সমালোচনা করেন। একইসঙ্গে বাংলাদেশী শিল্পীদের কলকাতামূখীতারও সমালোচনা করেন এই নায়ক।

শাকিব খান বলেন, ‘একটা বিষয়ে কারও কোনো সন্দেহ নেই যে, জয়া আহসান বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। সামাজিকভাবেও তিনি সবার কাছে ইতিবাচক একটা ভাবমূর্তি ধরে রাখতে পেরেছেন। কিন্তু ‘রাজকাহিনী’ ছবির এই জয়া আহসান আমার কাছে একেবারেই অপরিচিত। ছবিতে এমন একটি দৃশ্যে অভিনয়ের তাঁর কী এমন দরকার ছিল, তা আমি আসলেই বুঝতে পারিনি।’

শাকিব খান এও বলেন, ‘বিষয়টা এমন নয় যে, ‘রাজকাহিনী’ ছবির প্রধান অভিনেত্রী জয়া। এ ছবির প্রধান অভিনেত্রী কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত। আরও আছেন, ভারতের কলকাতার চলচ্চিত্রের অনেক অভিনয়শিল্পীরা। তাঁদেরই একজন হচ্ছেন আমাদের জয়া।’ তিনি বলেন, ‘যে জয়ার বাংলাদেশে অনেক ইতিবাচক ভাবমূর্তি, তাঁর কিন্তু কোনোভাবেই এই ধরনের একটি ছবিতে এত ছোট চরিত্রে অভিনয় করার কোনো দরকার ছিল না।’

শাকিব আরও বলেন, ‘কলকাতা থেকে কোনো প্রস্তাব পেলেই আমাদের এখানকার অনেকের আর কোনো হুঁশ থাকে না। মনে হয়, তাঁরা যেন বিশ্ব জয় করে ফেলেছেন! মনে মনে তাঁরা ভাবতে থাকেন, বাহ্‌ আমি তো কলকাতায় সুযোগ পেয়ে গেলাম। খুব শিগগিরই বলিউডেও জায়গা করে নেব। আসলে কি বিষয়টা এতটাই সহজ! আমার সহকর্মী ভাই-বোনদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের কাছে প্রস্তাব আসবে কিন্তু, সবার আগে নিজের হিসেব বুঝে নিয়ে তারপর কাজ করার সিদ্ধান্ত নিন।’

শাকিব বর্তমানে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস। আর অন্যদিকে জয়া আহসান ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পুত্র’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.