Sylhet Today 24 PRINT

ফেসবুকে মায়ের সাথে ছবি: চঞ্চলের মতো বিদ্বেষের শিকার ভাবনাও

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০২১

মা দিবসে মা এবং ছোট বোনের সঙ্গে ছবি পোস্ট করে ফেসবুকে বাজে মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনা।

এই অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘কালকে মা দিবস ছিল, তাই মাকে নিয়ে আমরা দুই বোন ছবি পোস্ট করেছি। তারপর যা হল, আমার মাকেও এরা ছাড়ল না, মানুষ কারও মাকে নিয়ে এমন নোংরামি করতে পারে।’

তিনি আরও লেখেন, ‘সবাই এখন বলবেন এসব পাত্তা দিও না। আমি এক মুহূর্তের জন্যও এসব পাত্তা দেই না। কারণ আমাকে প্রতিদিন গালি খেতে হয়, আমি জানি। ফেসবুক কিছু জঘন্য মানসিকতার মানুষের আস্তানা হয়ে যাচ্ছে। আর আমরা চুপ আছি। সাইবার ক্রাইম কেন দুই একটাকে শাস্তি দেয় না, আমি বুঝি না।’

এ প্রসঙ্গে সোমবার ভাবনা বলেন, ‘আমি ওদেরকে নিয়ে শঙ্কিত নই। ওদেরকে আমি ভয়ও পাই না। আমার প্রতিদিনই ফেসবুকে গালি খেতে হয়। কিন্তু এসব কথা যখন মায়ের মতো খুব স্পর্শকাতর জায়গায় চলে আসে তখন খুব রাগ হয়।’

এসব সমস্যার কথা তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন উল্লেখ করে বলেন, ‘এসব নিয়ে আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। এমনকী র‌্যাবের সঙ্গেও কথা হয়েছে। কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেননি তারা। যদি সাইবার বুলিং করা অপরাধীরা ধরা পরত, ভালো উদাহরণ তৈরি হতো, তাহলে কিছুটা হলেও এগুলো কমত বলে আমার ধারণা।’

যারা নিয়মিত এভাবে বিভিন্ন জনকে সাইবার বুলিং করে, তাদের সংখ্যা কম নয় বলে মনে করেন ভাবনা।

তিনি বলেন, ‘অনেকে বলেন যে, ভালো কথা বলার মানুষই বেশি। কিন্তু কৈ? আমার কথা বাদ দিলাম। দেশের গুণী, বর্ষীয়ান অভিনেত্রীর ছবির নিচে যান, একই অবস্থা। তাই আমার মনে হয় এরা সংখ্যায় অনেক, এদের প্রতিহত করাও ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে।’

সোমবার ফেসবুকে তিনি আরও লিখেছেন, ‘আমার হাতা কাটা ব্লাউজ নিয়ে তাদের কথা, আমার মা কেন টিপ পরল, আমার মা হিন্দু, আমার মা হিন্দু হোক আর মুসলিম হোক তবে সে মানুষ।

‘আমার মার ওড়না দেখা যাচ্ছে না কেন ?? এরাই ধর্ষক। এরা অভিনেতা চঞ্চল চৌধুরীর মাকে নিয়ে বাজে মন্তব্য করে।’

চঞ্চল চৌধুরীকে নিয়ে সাইবার বুলিংয়ের উদাহরণ টেনে তিনি আরও লিখেছেন, ‘তবে একটা জিনিস আজকে পরিষ্কার হলাম। আমাকে নিয়ে আমার কলিগরা কোনদিন কোন প্রতিবাদ করেননি। আমাকে প্রতিবার সোশ্যাল মিডিয়ায় যখন হেয় করা হয় তারা চুপ থেকেছেন। আজকে ভালো লাগছে যে, চঞ্চল ভাই এর জন্য হলেও তারা প্রতিবাদ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.