Sylhet Today 24 PRINT

তাপস-কাকলীর গানে পরমব্রত ও রাইমা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০২১

বাংলাদেশের গানের চিত্রায়ণে এই প্রথম অভিনয় করলেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের জনপ্রিয় জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। শাফকাত আহমেদ দীপ্তর কথা ও সুরে টিএম রেকর্ডসের ব্যানারে গানটিতে কণ্ঠ দিয়েছেন কৌশিক হোসেন তাপস ও দিলশাদ নাহার কাকলী।

ঈদ উপলক্ষে বৃহস্পতিবার প্রেমের গানটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় গানবাংলা টেলিভিশনে। এছাড়া টেলিভিশনটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও উন্মুক্ত হয়েছে গানটি।

গানটি প্রকাশ উপলক্ষে বুধবার রাতে ফেসবুকে একটি লাইভ আড্ডা হয়। এতে অংশ নেন গানটির শিল্পী ও কলাকুশলীরা। এছাড়া ছিলেন ব্যান্ড তারকা হামিন আহমেদ ও এস আই টুটুল।

আড্ডায় পরমব্রত বলেন, ‌'ব্যাক্তিগতভাবে গানবাংলা ও উইন্ড অব চেঞ্জ আমার প্রিয় অনুষ্ঠান। তাই যখন শুনি তাপসের মতো কেউ গানটির সঙ্গে রয়েছেন তখনই রাজি হয়ে যাই। খুব মিষ্টি একটি গান। গানে কাজ করার স্মৃতিটিও খুব মিষ্টি। ঈদ উৎসবে গানটি প্রকাশ হতে যাচ্ছে, তাতে আমি আরও আনন্দিত।’

রাইমা সেন বলেন, 'গানটাতে অভিনয় করে খুব ভালো লেগেছে। পরমের সঙ্গে আমার দীর্ঘদিনের জুটি আছে। এ জন্য কাজের সময়টাও বেশ কেটেছে। গানটা প্রকাশিত হওয়ার পর মাকে যখন দেখালাম, মা বললেন- এটা কোন ছবির? আসলে এটা সিনেমা না হয়েও সিনেমার মতোই একটা সাড়ে তিন মিনিটের মিউজিক্যাল ফিল্ম। আশা করছি যারা দেখবেন তারা পছন্দ করবেন গানটি।'

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতায়োজনও করেছেন তাপস। তিনি বলেন, 'এটি আমার প্রথম ডুয়েট গান। পুরোনো দিনের গানের ফ্লেভারে এটি দীপ্তর অসামান্য সৃষ্টি। এতে আমার সঙ্গে দারুণ কণ্ঠ দিয়েছেন কাকলী। সিনেমেটিক দৃশ্যায়ণে গানটির চমৎকার চিত্রায়ণের জন্য প্রযোজক, নির্মাতা ও কলাকুশলীদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।'

গানটির নতুন সংগীতায়োজন ও চিত্রায়ণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শাফকাত আহমেদ দীপ্ত।

টিএম প্রোডাকশানের ব্যানারে নির্মিত হয়েছে গানটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.