Sylhet Today 24 PRINT

উত্তরায় শুরু হল ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং

বিনোদন ডেস্ক |  ২৫ মে, ২০২১

উত্তরার একটি শুটিং বাড়িতে ছিল ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মে) স্বাস্থ্যবিধি মেনে বেলা ৩টার দিকে শুরু হয়েছে শাকিব খান ও বুবলীদের সিনেমার শুটিং, চলবে টানা ৩০ দিন।

সর্বশেষ ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন শাকিব খান। পরে দেশে লকডাউন শুরু হলে কাজ থেকে বিরত ছিলেন এই অভিনেতা। এর মধ্যেই আটকে যায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার কাজ।

আজ আনুষ্ঠানিকভাবে ছবির শুভ মহরত ঘোষণা করা হয়। সেখানে শাকিব খান বলেন, ‘আজ থেকে এই সিনেমার যাত্রা শুরু হলো। সবাই দোয়া করবেন কাজটা যেন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি। আশা করি, যারা ইউনিটে আছেন, সবাই গতির সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজটি করবেন।’

সিনেমার মহরত শুরু হওয়ার কথা ছিল বেলা ১১টায়। সেভাবেই সব আয়োজন করা ছিল। সবাই অপেক্ষা করছিলেন শাকিব খানের জন্য। দুপুর পৌনে ১২টায় স্পটে পৌঁছেই তিনি চলে যান মেকআপ রুমে। পরে বেলা একটার দিকে তিনি যোগ দেন মহরতে। সিনেমাটির পরিচালক তপু খান জানান, তাদের আয়োজনে কিছুটা সময় লেগে যায়, যে কারণে মহরত সময়মতো শুরু করা যায়নি।

তিনি বলেন, ‘ভাইয়া (শাকিব খান) থেকে শুরু করে সবাই ঠিকঠাক সময়েই চলে এসেছিলেন। এসেই মেকআপ নিয়ে প্রস্তুত। আমাদের ভুলের কারণে কিছুটা দেরি হয়ে যায়। শাকিব ভাইয়ের সঙ্গে আমরাই দৌড়ে পারছি না। আমাদের ড্যামি শুটিং শেষ। আমরা দ্রুতই মূল শুটিং শুরু করেছি। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রযোজক, আমার টিম—সবাই কো-অপারেট করছে। শুটিং এখন আমার কাছে কোনো কষ্টই মনে হচ্ছে না। করোনার কথা মাথায় রেখেই আমরা নিয়ম মেনে কাজ করছি।’

টানা ৩০ দিন শুটিং করে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির কাজ শেষ করতে চান সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। পরিচালকের কাছ থেকে সেই আশ্বাস পেয়েছেন সিনেমার প্রযোজক ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান। দুই মাসে সব কাজ শেষ করে পবিত্র ঈদুল আজহায় তারা মুক্তি দিতে চান সিনেমাটি।

সিনেমাটির মহরত অনুষ্ঠানের উদ্বোধন করে আশিক বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী আজ আমরা শুটিং শুরু করতে পেরেছি। স্বাস্থ্যবিধি মেনে টানা ৩০ দিন শুটিং করার পরিকল্পনা রয়েছে। পরের ৩০ দিন চলবে পোস্টপ্রোডাকশনের কাজ। ঈদুল আজহায় বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে “লিডার: আমিই বাংলাদেশ” রিলিজ হবে।’

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.