Sylhet Today 24 PRINT

অভ্রযাত্রায় ভৈরবী, বৃহত্তর সিলেটকে ঘিরে আয়োজন

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০২১

দেশীয় সংস্কৃতি গবেষণা এবং গীতরঙ্গ পরিবেশনা কেন্দ্র ভৈরবীর একবছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। দেশের সংস্কৃতিকে তরুণ প্রজন্মের হাত ধরে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠনটি রোববার একছর পূর্তি উদযাপন করবে।

বাংলা বর্ণমালার প্রথম অক্ষরের সঙ্গে মিল রেখে বর্ষপূর্তি উৎসবের নামকরণ করা হয়েছে “অভ্রযাত্রায় ভৈরবী”। লোকসংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে এবারের আয়োজন তারা উৎসর্গ করছেন।

প্রথম বর্ষপূর্তির সকল আয়োজন বৃহত্তর সিলেটকে কেন্দ্র করে। দেশীয় সংস্কৃতি সমৃদ্ধ সিলেট জেলার ঐতিহাসিক রসদ আঞ্চলিক ছড়া, ধাঁধা, ধামাইল গান, রাধারমণের গান, হাছন রাজার গান, শাহ আব্দুল করিমের গান, মণিপুরী নৃত্য, শুনাভানের পুথি, শীতলপাটি, বেতের কারুশিল্পসহ আরও অসংখ্য ইতিহাসের সাক্ষী এই সিলেট জেলা। ভৈরবীর আয়োজনে উঠে আসবে এর অনেকটুকুই।

করোনা পরিস্থিতির জন্য অনলাইনেই আয়োজন শুরু হবে কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে স্মরণ করে এবং তার বিষয়ে প্রামাণ্যচিত্র পরিবেশনের মাধ্যমে। এবারের আয়োজনের বিশেষ বক্তব্য ও শুভেচ্ছা বার্তায় থাকবেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত।

১২ জুন ভৈরবীর ফেসবুক পেইজ (https://www.facebook.com/bhoirobee) থেকে সম্প্রচারিত হবে।

সবাইকে অনুষ্ঠান উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন ভৈরবীর প্রতিষ্ঠাতা ইলিয়াস নবী ফয়সাল ও পরিচালক শাহীদুজ্জামান খান শাহী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.