Sylhet Today 24 PRINT

ইউটিউব থেকে সরানো হলো নাটক ‘ঘটনা সত্য’

বিনোদন ডেস্ক |  ২৫ জুলাই, ২০২১

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত ঈদের নাটক ‘ঘটনা সত্য’। নাটকটির শেষ অংশে বলা হয়েছে, প্রতিবন্ধী শিশু পাপের ফল। নিয়েই সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে ইতোমধ্যে একাধিক সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া নাটককেন্দ্রিক বিভিন্ন গ্রুপেও সমালোচনা হচ্ছে। তাই নাটকটি সরিয়ে ফেলা হয়েছে ইউটিউব থেকে। দর্শকদের অভিযোগের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।

এ নাটকে নিশো অভিনয় করেছেন গাড়িচালকের চরিত্রে, আর মেহজাবীন রয়েছেন গৃহপরিচারিকার ভূমিকায়।

এ প্রসঙ্গে ‘ঘটনা সত্য’ নাটকের নির্মাতা রুবেল হাসান সবার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমরা গভীরভাবে দুঃখিত। সেই সঙ্গে উপলব্ধি করেছি বিধায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছি। এখন নাটকটির প্রয়োজনীয় সংশোধন চলছে।’

এছাড়াও বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশেষ শিশু ও তাদের বাবা-মার প্রতি আমরা ভালোবাসা জানাই এবং ক্ষমা প্রার্থনা করি। এবং কথা দিচ্ছি, ভবিষ্যতের কাজগুলোতে এ বিষয়ে সঠিক বার্তা দেবো। ধন্যবাদ আপনাদের মূল্যবান সমর্থনের জন্য।’

উল্লেখ্য, ‘ঘটনা সত্য’ নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন মঈনুল সানু। এটি প্রচার হয়েছিল চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে। পরবর্তীতে নাটকটি আপলোড করা হয় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.