Sylhet Today 24 PRINT

প্রকৃত শিল্পীরা কখনো খারাপ হতে পারে না: জায়েদ খান

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০২১

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে র‌্যাব আটক করার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, ‘দুয়েকজনের কৃতকর্মের জন্য’ সকল শিল্পীকে খারাপ ভাবা কাম্য নয়।

রাজধানীর বনানীতে পরীমনির বাড়িতে বুধবার বিকালে চার ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে উত্তরার র‌্যাব সদর দপ্তরে নেওয়া হয়।

তার আড়াই ঘণ্টা পর বনানীর বাসা থেকে প্রযোজক নজরুল ইসলাম রাজকেও হেফাজতে নেয় র‌্যাব।

তাদের বিরুদ্ধে কী অভিযোগ, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে র‌্যাবের কর্মকর্তারা বিস্তারিত না জানালেও দুজনের বাসা থেকেই মাদকদ্রব্য জব্দ করার কথা বলেছেন।

শিল্পীদের স্বার্থ সংরক্ষণে গঠিত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “অপরাধী শিল্পকে ব্যবহার করে মাত্র। তবে প্রকৃত শিল্পীরা কখনো খারাপ হতে পারে না। দুয়েকজনের কারণে সকলকে খারাপ ভাবা কাম্য নয়।”

মডেলিংয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরুর বেশ কয়েকটি টিভি নাটকের অভিনয় করেছেন নড়াইলে মেয়ে শামসুন্নাহার স্মৃতি পরীমনি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় পরীমনির। শাহ আলম মণ্ডল পরিচালিত সেই সিনেমায় নায়ক হিসেবে জায়েদ খানকে পেয়েছিলেন তিনি।

প্রথম নায়ক হিসেবে বিভিন্ন সাক্ষাৎকারে জায়েদ খান বলে এসেছেন, তার ‘হাত ধরেই’ পরীমনি চলচ্চিত্রে এসেছেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে পরীমনির নায়িকা হওয়ার পেছনে প্রযোজক নজরুল ইসলাম রাজের ভূমিকা নিয়েও আলোচনা চলছে।

প্রযোজনা প্রতিষ্ঠান রাজ মা‌ল্টি‌মি‌ডিয়ার কর্ণধার রাজ প্রযোজক‌দের সংগঠন বাংলাদেশ চল‌চ্চিত্র প্রদর্শক ও প‌রি‌বেশক স‌মি‌তির একজন সদস্য। গোপালগঞ্জে জন্ম নেওয়া রাজ প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেন।

রাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় 'প্রিয়জন প্রয়োজন' নামে একটি সিনেমা নির্মাণাধীন রয়েছে। সেখানে রাজের বিপরীতে চিত্রনায়িকা আঁচলের অভিনয় করার কথা ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.