Sylhet Today 24 PRINT

বাংলা গান আমার প্রথম প্রেম: অনুপম রায়

বিনোদন ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৫

কলকাতার সঙ্গীতশিল্পী অনুপম রায়, বাংলার পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও নিয়মিত প্লেব্যাক করছেন। তবে পৃথিবীর যে ভাষাতেই গান না কেন, বাংলা গানই তার কাছে সবচেয়ে প্রিয়। অনুপমের ভাষায় ‘বাংলা গান আমার প্রথম প্রেম’।

‘দুই বাংলার গান’ শীর্ষক কনসার্ট উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কলকাতার এই কণ্ঠশিল্পী।

দুই বাংলার কণ্ঠশিল্পীদের নিয়ে ধারাবাহিক কনসার্ট আয়োজন করতে চলেছে ঢাকার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ। যার প্রথম আয়োজন ‘দুই বাংলার গান’ শীর্ষক কনসার্টটি সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কণ্ঠশিল্পী অনুপম রায়। কনসার্টে তার পাশাপাশি গাইবেন বাংলাদেশের দুই শিল্পী ন্যানসি ও পারভেজ।

কনসার্ট উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অনুপম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় তিনি বলেন, ‘গানের ভূবনে পরিচিতি পাওয়ার আগে টানা চার বছর ব্যাঙ্গালোরের একটি কোম্পানীতে চাকরি করেছি। তখন প্রায়ই মনে হতো চাকরি ছেড়ে দেই। এক সময় গানের টানে সেই চাকরিটা ছাড়তে বাধ্য হই।’

কলকাতার বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করে হঠাৎই আলোর দেখা পাওয়া অনুপম এখন বলিউডের ছবিতেও কণ্ঠ দিচ্ছেন। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলা গান আমার প্রথম প্রেম। পৃথিবীর যে ভাষাতেই গান গাই না কেন, বাংলা গানটাই আমার। আশা করি বাংলা গানের এ জয়রথ কখনও থামবে না।’

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিনি বলেন, ‘বর্তমানে সঙ্গীতে ফিউশন নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চলছে। ক্লাসিক্যাল ও ফোকের সঙ্গে আধুনিকতার সমন্বয়ে সৃষ্টি হচ্ছে নতুন গান। তাই আমরা এধরণের আয়োজন চালিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, এখন থেকে প্রতি মাসে ধারাবাহিকভাবে একটি কনসার্টের আয়োজন করতে চলেছে অন্তর শোবিজ। যার প্রথম প্রয়াস ‘দুই বাংলার গান’ শীর্ষক কনসার্টটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.