Sylhet Today 24 PRINT

অমিতাভ বচ্চনের লিভার ৭৫ শতাংশই অকেজো!

বিনোদন ডেস্ক  |  ২৫ নভেম্বর, ২০১৫

বলিউডের সর্বজন শ্রদ্ধেয় তিনি। তাকে ডাকা হয় বলিউড শাহেনশাহ। বলছি অমিতাভ বচ্চনের কথা। ইউনিসেফ আয়োজিত একটি অনুষ্ঠানে সম্প্রতি জানালেন নিজের জীবনের ভয়ংকর এক তথ্য।

সেটি হলো তার লিভারের ৭৫ শতাংশই নাকি অকেজো। এই নায়ক বেঁচে আছেন মাত্র ২৫ শতাংশের উপর ভর করে।

ঘটনার শুরু রুপালি পর্দার ব্লকব্লাস্টার ছবি ‌‘কুলি’ছবির শুটিংয়ের সময়। ওই ছবিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হন বিগ বি। তখন প্রায় ২০০ মানুষ তাকে ৬০ বোতল রক্ত দেয়। তার মধ্যে হেপাটাইটিস বি রোগীও ছিলো। যার ফলে এই রোগ সংক্রমিত হয় এই শোলে তারকার শরীরেও।

২০০০ সাল পর্যন্ত কিছুই বুঝতে পারেননি বিগ বি। এক দিন চিকিৎসকের কাছে সাধারণ পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে ধরা পড়ে রোগটি। ততদিনে তার যকৃতের ৭৫ শতাংশ নষ্ট করে ফেলেছে হেপাটাইটিস বি। তবে তিনি জানালেন, লিভারের ১২ শতাংশ কাজ করলেও দিব্যি বেঁচে থাকা যায়।

পরিসংখ্যান বলছে, ভারতে এই রোগে আক্রান্তের সংখ্যা চার কোটি। তাই হেপাটাইটিস বি নিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন বিগ বি। আর এ বিষয়ে অবদান রাখতে হেপাটাইটিস বি নিয়ে সরকারি প্রচারে বিপণন দূতও নিযুক্ত হয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.