Sylhet Today 24 PRINT

হৃদরোগে অভিনেতা পুনীত রাজকুমারের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২১

ভারতের দক্ষিণি সিনেমার সুপারস্টার পুনীত রাজকুমার মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে এই অভিনেতার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৬ বছর।

জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন এই সুপারস্টার। এরপর এই কন্নড় অভিনেতাকে শুক্রবার বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

বেঙ্গালুরুর বিক্রম হাসপাতাল এক বিবৃতিতে জানায়, অভিনেতাকে যখন আনা হয়েছিল তখন তিনি অচেতন ছিলেন। তার কার্ডিয়াক রিসাসিটেশন শুরু করা হয়েছিল। কিন্তু, তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কিংবদন্তী অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার।এই অভিনেতাকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে ধনী অভিনেতা হিসেবে গণ্য করা হয়।

শিশুঅভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান পুনীত রাজকুমার। প্রায় ২৯ টি সিনেমায় অভিনয় করছেন পুনীত রাজকুমার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.