Sylhet Today 24 PRINT

বলিউডে আমি লিঙ্গ বৈষম্যের শিকার: অনুষ্কা

বিনোদন ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৫

বলিউডে অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিকের তারতম্য নিয়ে বার বার মুখ খুলেছেন অভিনেত্রীরা। সম্প্রতি অনুপমা চোপড়ার শো-এ এসে সেই একই বিষয়ে ক্ষোভ উগরে দিলেন অনুষ্কা। তবে শুধু পারিশ্রমিক নিয়েই নয়, লিঙ্গ বৈষম্য নিয়েও মনের কথা খুলে বললেন অনুষ্কা।

বয়স মাত্র ২৭। বলিউডে কাটিয়ে ফেলেছেন সাত বছর। এর মধ্যে মাথায় জুড়েছে প্রযোজকের পালকও। কিন্তু তা সত্ত্বেও লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছেন অনুষ্কা। তা নিয়ে ১০টি বিস্ফোরক মন্তব্য করেন অনুষ্কা।

কী কী বললেন তিনি-
১। পুরুষরা যত দিন খুশি অভিনয় করতে পারেন। কিন্তু মহিলাদের একটু বয়স হলেই কেন কেরিয়ার শেষ হয়ে যায়?

২। আউটডোর শুটিংয়ে হিরোদের সব সময় ভাল ও বড় ঘর দেওয়া হয়।

৩। ছোট থেকে বাবা, মা আমাকে ও ভাইকে সমান গুরুত্ব দিয়ে বড় করেছেন। অভিনেত্রী হওয়ার পরই আমি লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছি।

৪। আমাদের সমাজেও ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয়।

৫। আমার অভিজ্ঞতা, আমার প্রতিভা নিয়ে এক জন পুরুষ সব সময় আমার থেকে বেশি পারিশ্রমিক পান। এটাই সিস্টেম হয়ে এসেছে।

৬। সাহসী মহিলাদের ইন্ডাস্ট্রি পছন্দ করে না। আমি স্পষ্টবাদী ওরা আমাকে অ্যাক্টিভিস্ট বলে।

৭। তবে ভারতে জন্মে আমরা ভাগ্যবান। এখানে সকলের পছন্দ এতটাই সাধারণ যে আমরা সকলেই তারকা।

৮। যখন আমাকে তোমরা কম টাকা দিচ্ছ, তখন বুঝিয়ে দিচ্ছ যে আমি অতটা মূল্যবান নই।

৯। যদি এমন কোনও ছবির প্রস্তাব আমাকে দেওয়া হয় যেখানে আমার চরিত্রের গুরুত্ব নায়কের চরিত্রের থেকে বেশি, তাহলে কোনও নায়কই বোধহয় সেই ছবি করতে রাজি হবেন না।

১০। এই ইন্ডাস্ট্রিতে মহিলাদের জন্য ঝুঁকি নেওয়া অনেক সহজ। কারণ তাঁদের থেকে কেউ কিছু প্রত্যাশা করে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.