Sylhet Today 24 PRINT

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মার্চ, ২০২২

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে অভিষেকের মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, কয়েক দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক। বুধবার রিয়েলিটি শোতে অংশও নিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরের দিন মৃত্যু হয় তার।

১৯৬৪ সালের ৩০ এপ্রিল কলকাতার বরাহনগরে জন্ম অভিষেক চট্টোপাধ্যায়ের। অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেতা।

বড় পর্দায় ‘পথভোলা’ সিনেমার মধ্য দিয়ে তার আত্মপ্রকাশ হয় ১৯৮৬ সালে। অভিষেক অভিনীত জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমার মধ্যে রয়েছে ‘প্রাণের চেয়েও প্রিয়’, ‘গীত সংগীত’, ‘তুফান’, ‘সুজন সখী’, ‘অমর প্রেম’ সিনেমাগুলো।

পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্যই অভিষেক তুমুল জনপ্রিয়। একক নায়ক হিসেবেও কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.