Sylhet Today 24 PRINT

কেজি দরে তরমুজ কিনবেন না ওমর সানী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০২২

কেজি দরে তরমুজ বিক্রেতা ব্যবসায়ীদের ফেরআউনের সঙ্গে তুলনা করেছেন নব্বই দশকের নায়ক ওমর সানী।

এক ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লিখেন ‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজের ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়িপাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে, সেসময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না।

ওমর সানী লিখেন ‘আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গেছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশে এখনও আছে। তারা রমজান আসলে সকল ধরনের পণ্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। সৃষ্টিকর্তা এদের হেদায়েত দান করুন। কেজি দরে তরমুজ কিনবো না আমি প্রতিজ্ঞা করেছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.