Sylhet Today 24 PRINT

অধুনালুপ্ত ছিটমহলে বন্যার নেতৃত্বে শতকণ্ঠে দেশের গান

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৫

অধুনালুপ্ত ছিটমহলের অধিবাসীরা এবার বিজয় দিবসে বাংলাদেশের জাতীয় সংগীত গাইবেন। এই উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন ও চ্যানেল আই।

পঞ্চগড়ের বারাতি কলেজ মাঠে আয়োজন করা হয়েছে অনুষ্ঠােনর। এই অনুষ্ঠানে বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে শতকণ্ঠে গাওয়া হবে জাতীয় সংগীত আর দেশের গান। 

এরই মধ্যে সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। গানের তালিকায় রয়েছে জাতীয় সংগীত, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘বাংলার মাটি বাংলার জল’, ‘ও আমার দেশের মাটি’, ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘নোঙর তোলো তোলো’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘লাখো লাখো শহীদের রক্তে মাখা’, ‘জয় বাংলা বাংলার জয়’ ও ‘সার্থক জনম আমার’। জানা গেছে, রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে গানগুলোতে কণ্ঠ দেবেন সুরের ধারা, পঞ্চগড়ের দুটি স্কুলের শিক্ষার্থী এবং স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীরা।

আয়োজনটি তত্ত্বাবধান করছেন চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) আমিরুল ইসলাম।  

১৬ ডিসেম্বর অনুষ্ঠান শুরু হবে বেলা আড়াইটায়। এই আয়োজন নিয়ে কথা বলবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। থাকবেন গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। দেশের সব কটি টিভি চ্যানেল ৩০ মিনিটের এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.