Sylhet Today 24 PRINT

আগমনী আবহে মমিতার শারদ সঙ্গীতার্ঘ্য

দেবী দূর্গা স্তোত্রম্ অয়ি গিরিনন্দিনি নন্দিতমেদিনি.. ও শিব স্তোত্রমের যুগলবন্দী পরিবেশনায় কন্ঠ দিয়েছেন মমিতা

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০২২

দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসব ঘিরে নানা আনন্দ আয়োজনে ব্যস্ত ভক্তরা। বাহারি সাজের প্রতিমা, দৃষ্টি নন্দন পূজো মন্ডপে বইছে আগমনী আবহ।

মায়ের সন্তানেরাও শিল্পের বিভিন্ন মাধ্যমে স্বাগত জানাচ্ছে দেবী দূর্গাকে। কেউ গান, গল্প, কবিতায় আবাহন করছেন মা'কে।

এবারের শারদীয় উৎসবে অডিও ভিজ্যুয়াল পরিবেশনা 'সুরে সুরে শারদ অর্ঘ্য' নিয়ে আসছেন তরুণ কন্ঠশিল্পী মমিতা সিনহা।

বহুল প্রচলিত দেবী  দূর্গা স্তোত্রম্ 'অয়ি গিরিনন্দিনি নন্দিতমেদিনি' ও শিব স্তোত্রমের যুগলবন্দী পরিবেশনায় কন্ঠ দিয়েছেন মমিতা।

মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন নিউটন দেব, দেবযানী রায় ও শিল্পী নিজে।

গানটি আজ বাইশে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাতটায় মমিতা সিনহার ফেসবুক পেজ Musical Momita 'য় রিলিজ হচ্ছে। একই সাথে ইউটিউব চ্যানেল Momita Sinha -তেও পাওয়া যাবে।

মমিতা সিনহা জানান, দেবী  দূর্গা স্তোত্রম্ 'অয়ি গিরিনন্দিনি নন্দিতমেদিনি' ও শিব স্তোত্রমের সমন্বয়টা বেশ চ্যালেঞ্জিং ছিলো। তবু, দেবী দূর্গার প্রতি অমোঘ ভক্তি তাকে সাহস যুগিয়েছে। কিছুটা ভিন্ন আঙ্গিকের সংগীতায়োজন ও ভিডিও ধারণ নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন তিনি।

এই সঙ্গীত অর্ঘ্যের সংগীতায়োজনে ছিলেন নিউটন দেব, ভিডিও ধারণ ও সম্পাদনা করেছেন লিংকন দাশ রায়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.