Sylhet Today 24 PRINT

‘কবি’ হয়ে আসছেন হিরো আলম

সিলেটটুডে ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০২২

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে নিয়ে মাতামাতির শেষ নেই। কখনও তিনি নায়ক হয়ে পর্দায় এসেছেন, কখনও এসেছেন গায়ক হয়ে। তাকে নিয়ে হয়েছে অনেক আলোচনা, অনেক সমালোচনা। ‘বেসুরো গলায়’ রবীন্দ্র সংগীত গাওয়ার ‘অপরাধে’ গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে মুচলেকা দিয়ে ছাড়াও পেয়েছেন তিনি। তবু থামেননি।

হিরো আলম এবার পর্দায় আসছেন ‘কবি’ হয়ে। ‘হাসিওয়ালা’ নামে একটি পোয়েটিক ফিল্মে কবি চরিত্রে অভিনয় করছেন হিরো আলম। এতে তার নিজের জীবনের ওপর ভিত্তি করে লেখা একটি কবিতাও রয়েছে, যেটি আবৃত্তি করতে দেখা যাবে তাকে।

এখন সিরাজগঞ্জে ফিল্মটির শুটিংও শুরু করেছেন হিরো আলম। তিনি বলেন, ‘আমি তো নানা কিছু করেছি। এবার একটু ভিন্নভাবে আসছি, কবি হয়ে। শুটিং শুরু করলাম। সপ্তাহখানেক লাগবে শুটিং শেষ হতে।’

কাজটি নিয়ে ব্যাপক আশাবাদী হিরো আলম। নাম হাসিওয়ালা হলেও লোকজন যাতে এটা নিয়ে হাসাহাসি করতে না পারে এমন প্রত্যয় নিয়েই ১০-১২ মিনিটের এই ফিল্মটি করছেন বলে জানালেন তিনি।

বলেন, ‘এটা নিয়ে দুই মাস ধরে অনেক পরিশ্রম করেছি। যাতে ভালো হয়, লোকজন যাতে ট্রল করতে না পারে সেভাবেই করছি।’

ইতোমধ্যে ফেসবুকে ফিল্মটির ফার্স্ট লুকও প্রকাশ করেছেন তিনি। হাসিওয়ালা ফিল্মটির কবিতা, গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অতিন্দ্র কান্তি অজু।

হিরো আলমের কবি-লুক নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.