Sylhet Today 24 PRINT

গায়ে হাত তুলেছেন রাজ, অভিযোগ পরীমনির

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০২৩

নতুন বছরের প্রথম প্রহরে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি ফেসবুকে পোস্ট করেন চিত্রনায়িকা পরীমনি। সেখানেই মিলেছিল সংসার জীবনে নিগৃহীত হওয়ার ইঙ্গিত। বিষয়টি আরও পরিষ্কার করে রোববার বিকেল ৪টা ৫০মিনিটে পরী ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দিলেন।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রী এবার জানালেন, এতদিন তার চেষ্টাতেই রাজের সঙ্গে সংসার টিকে ছিল। তবে রাজ বারবার গায়ে হাত তোলার পর সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়।

পরীমনি লিখেছেন, বাবা-মায়ের একটি ‘অসুস্থ সম্পর্ক’ সন্তানের জন্যও ভালো কিছু বয়ে আনবে না। আর তাই তিনজনের মঙ্গলের জন্যই তিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগের স্ট্যাটাসে সংবাদ সম্মেলনে আসার ঘোষণা দিলেও আপাতত তা না করার কথাও জানিয়েছেন পরীমনি।

পরীমনির স্ট্যাটাসটির পুরোটা তুলে দেয়া হলো পাঠকের জন্য-

একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে, বাচ্চা নেয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনই।

আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন, শত কোটিবার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নিই এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়াল।

আমি জোর দিয়ে বলতে পারি, আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিল শুধু।

কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়।

রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সব ঠিক করার জন্য পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম।

রাজ এখন শুধু আমার প্রাক্তনই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি।

তবে আমার ওপর তার আর তার পরিবারের কোনো অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব।

সম্মানিত গণমাধ্যমকর্মী যারা রয়েছেন, আপনারা নিশ্চয়ই আমার মানসিক অবস্থা বুঝতে পারবেন আশা করছি। আমাকে একটু সময় দিন। শারীরিকভাবেও আমি বিধ্বস্ত।

রাজ্য তার বাবা-মাকে একসঙ্গে নিয়ে বড় হতে পারল না, এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে……!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.