Sylhet Today 24 PRINT

নৃত্য পরিচালক মাসুম বাবুল মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০২৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নৃত্য পরিচালক মাসুম বাবুল মারা গেছেন।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় নিজ রাজধানীর সিদ্দিকবাজারের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খবরটি নিশ্চিত করেছেন চিত্রপরিচালক শাহিন সুমন।

সোমবার রাত ১১টার দিকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয় তাকে।

এক বছরেরও বেশি সময় ধরে সময় ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত তিনি। মাঝে ভারতে গিয়ে কেমোথেরাপি নিয়ে কিছুদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও নতুন করে ফের মাথাচাড়া দেয় ঘাতকব্যাধি ক্যানসার।

ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে যখন তিনি হিমিশিম খাচ্ছিলেন তখন তাকে অর্থ সাহায্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অসুস্থ হওয়ার আগে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’-ছবিতে কাজ করেছেন মাসুম বাবুল। মুক্তির অপেক্ষায় আছে চলচ্চিত্রটি।

চার দশকের ক্যারিয়ারে ‘বেদের মেয়ে জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’সহ দেড় হাজারের বেশি ছবির গানে নৃত্য নির্দেশনার দায়িত্বে ছিলেন মাসুম বাবুল। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার সর্বপ্রথম তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন। ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ সিনেমার জন্য দ্বিতীয়বারের মতো এ পুরস্কার পান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.