Sylhet Today 24 PRINT

‘রানা প্লাজা’ চলচ্চিত্র বাতিল ঘোষণা

বিনোদন ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৬

অনেক তর্ক-বিতর্কের পর বহুল আলোচিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্র ওপর নিষেধাজ্ঞা জারি করে তা বাতিল করেছে সরকার। 'রানা প্লাজা’ চলচ্চিত্র জনমানুষের সামনে দেখানোর মতো নয় বলেও মত দিয়েছে সরকারের সেন্সর আপিল কমিটি। এমনকি চলচ্চিত্রটি কেউ প্রদর্শন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সরকার।

মঙ্গলবার বিকেলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, ‘শামীমা আক্তার প্রযোজিত ‘রানা প্লাজা’ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর আপিল কমিটি জনসমক্ষে প্রদর্শনের উপযোগী নয় বলে বিবেচিত হওয়ায় চলচ্চিত্র সেন্সরশিপ আইন-১৯৬৩ অনুযায়ী বাংলাদেশে চলচ্চিত্রটি সেন্সর সনদ-বিহীন ঘোষণা করা হয়েছে।’

সেন্সর সনদপত্র-বিহীন ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি দেশের কোথাও প্রদর্শিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.