Sylhet Today 24 PRINT

কলকাতায় আফজাল হোসেনকে আজীবন সম্মাননা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০২৩

ছবি: সংগৃহীত

নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন কলকাতায় আজীবন সম্মাননা পেয়েছেন।

গত ৪ জুন টেলিসিনে অ্যাওয়ার্ডের ২০তম আসরে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়া আফজাল হোসেন বলেন, কলকাতার সিনেমা, নাটক, সাহিত্য—সবই আমরা দেখি, পড়ি। কিন্তু আমাদের নাটক, সিনেমা, সাহিত্য সেভাবে কলকাতায় পৌঁছায় না। এটা দুঃখজনক।

তিনি বলেন, বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের কল্যাণে কলকাতার দর্শক ঢাকার নাটক দেখছেন এবং আমাদের শিল্পীদের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। আমার ধারণা, কলকাতায় কাজের ব্যাপ্তি বাড়লে ঢাকার শিল্পীদেরও ব্যস্ততা বাড়ত, কাজের ব্যাপ্তি বাড়ত। কেননা, আমাদের ভাষা এক। সংস্কৃতিওর ভীষণ মিল রয়েছে।

একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের দেখা হয়, কথা হয়, ভাবের আদান-প্রধান হয়। সম্পর্কের উন্নয়ন হয়, এটাও ভালো লাগার বিষয়; যোগ করেন তিনি।

সম্প্রতি আফজাল হোসেন শেষ করেছেন তার পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি।

এ ছাড়া তিনি অভিনয় করেছেন ফরিদুর রেজা সাগরের ‘একা’ গল্প অবলম্বনে নির্মিত সৈয়দ সালাহউদ্দিন জাকীর পরিচালনায় ‘অপরাজেয়’ সিনেমায়। অপরাজেয় সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন দীপা খন্দকার।

এছাড়া হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ সিনেমার শুটিং শেষ করেছেন আফজাল। এতে তার সঙ্গে আছেন রোকেয়া প্রাচী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.