Sylhet Today 24 PRINT

প্রথম তেলুগু অভিনেতা হিসেবে সেরার পুরস্কার পেলেন আল্লু অর্জুন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০২৩

পুষ্পা পরিচালক সুকুমারের সঙ্গে আল্লু অর্জুন। ছবি: ইনস্টাগ্রাম

ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথম তেলুগু অভিনেতা হিসেবে সেরা পুরস্কার জিতেছেন ‘পুষ্পা’ খ্যাত তেলুগু অভিনেতা আল্লু অর্জুন।

আরআরআর-এর দুই তারকা জুনিয়র এনটিআর এবং রামচরণকে পেছনে ফেলে এই পুরস্কার নিজের করে নেন দক্ষিণী এই তারকা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো যৌথভাবে জাতীয় পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও কৃতি শ্যানন। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরার স্বীকৃতি পেলেন আলিয়া। কৃতির হাতে জাতীয় পুরস্কার এনে দিল ‘মিমি’ সিনেমা।

‘দ্য কাশ্মির ফাইলস’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী পল্লবী জোশী।

এ ছাড়া সেরা সহ-অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘মিমি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কার অর্জন করেন তিনি।

সেরা সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবন অভিনীত ‘রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট’। এ ছাড়া সেরা জনপ্রিয় সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে ‘আরআরআর’। নার্গিস দত্ত পুরস্কার পেয়েছে ‘দ্য কাশ্মির ফাইলস’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.