Sylhet Today 24 PRINT

নিজের ফটোকপি জাহিদ হাসান

বিনোদন ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৬

জাহিদ হাসান ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন। তারপর আর বাড়ি ফের হয়নি দীর্ঘ পনের-বিশ বছর। তারপর একদিন ‘যুবক’ জাহিদ হাসান যখন বাড়ি ফেরেন, একমাত্র সন্তানকে পেয়ে পরিবারের সদস্যরা আনন্দে আটখানা। কিন্তু সেই আনন্দ বেশিদিন থাকেনি। সপ্তাহখানেক পর আরেকজন এসে জানালেন, আমিই এই পরিবারের হারিয়ে যাওয়া সন্তান। দুজনেই একই চেহারা। বাবা-মা তো গুলিয়ে ফেলেছেন। এমনকি একজনের সঙ্গে তানিয়া বৃষ্টির বিয়ে ঠিক ছিলো। তিনিও উদ্ধার করতে পারছেন না কে আসল বর? দুই জাহিদ হাসানকে নিয়ে বেশ বিপাকে পড়ে যায় সবাই।

এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘ফটোকপি’। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর। নাটকে দুইটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান।

গতপরশু হাতিরঝিলের প্রিয়াংকা শুটিংস্পটে ও ধানমন্ডি এলাকায় নাটকটির শুটিং শুরু হয়েছে। শেষ হয়েছে গতকাল। শিগগিরই একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.