Sylhet Today 24 PRINT

হেমা মালিনী ৫০ কোটির জমি নিয়েছেন মাত্র ৭০ হাজারে!

বিনোদন ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৬

জমি নিয়ে বিতর্কে ফাঁসলেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী। তাঁর বিরুদ্ধে জমি হস্তক্ষেপের অভিযোগ এনেছেন আরটিআই অ্যাক্টিভিস্ট অনিল গলগলি। নাচের স্কুল করবেন বলে জমি চেয়েছিলেন মথুরার সাংসদ। তার জন্য ভারতের মহারাষ্ট্র সরকার তাঁকে মুম্বইয়ের অভিজাত আন্ধেরি এলাকায় মাত্র ৭০,০০০ টাকায় ২,০০০ বর্গমিটার জমি দিয়েছে বলে অভিযোগ করেছেন গলগলি।

তিনি জানান, ‘‘শিল্পকলা অ্যাকাডেমি খোলার জন্য জমি নিতে হলে ১৯৭৬ সালে ওই পরিমাণ জমি ৭০,০০০ টাকায় দেওয়া হতো। অথচ মাত্র এক মাস আগে হেমা মালিনী এই জমি পান। আজকের নিরিখে হিসেব করলে যার দাম দাঁড়ায় ৫০ কোটি টাকা।’’

১৯৯৭ সালে নাচের স্কুল খোলার জন্য তাঁকে প্রথম জমি দেয় শিব সেনা-বিজেপি সরকার। কিন্তু কোস্টাল রেগুলেশন জোন-এর কারণে সেখানে নাচের স্কুল খুলতে বাধা পান তিনি। ২০১০ সালে মহারাষ্ট্র সরকার তাঁকে নতুন জমি দিতে নির্দেশ দেয়। কিন্তু নতুন জমি পাওয়ার পরও হেমা মালিনী পুরনো জমি ফিরিয়ে দেননি বলেও অভিযোগ তুলেছেন গলগলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.