Sylhet Today 24 PRINT

লিটনদের সমর্থনে বাংরাদেশের জার্সি গায়ে হানিয়া আমির

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের সুপার ফোরে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে দেশজুড়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির টাইগারদের প্রতি সমর্থন জানিয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি একটি ছবি পোস্ট করেন। ছবিতে হানিয়াকে বাংলাদেশ দলের জার্সি পরে হাতে ‌‘Bangla Tigers’ লেখা পতাকা ধরে থাকতে দেখা যায়। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘এসো বাংলা টাইগার্স।’

তবে ছবিটি আসল নয়, এটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। তারপরও তার এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। কয়েক ঘণ্টার মধ্যে ছবিটিতে ৬৫ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে এবং হাজারো ভক্ত মন্তব্য করেছেন।

উল্লেখ্য, এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে আজ রাত ৮টায় দুবাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে হানিয়া আমিরের বার্তা ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ যোগ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.