Sylhet Today 24 PRINT

দেব-মিঠুনের প্রজাপতি-২

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০২৫

টালিপাড়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্র। এক দশকেরও বেশি সময় ধরে তাদের সম্পর্কের ওঠাপড়া, দুষ্টু-মিষ্টি মুহূর্ত, আর একসঙ্গে কাটানো সময় যেন বারবার নতুন করে শিরোনাম ছিনিয়ে নেয়। এরই মাঝে দেব পুরোপুরি ডুবে আছেন কাজে। মুক্তির অপেক্ষায় তার বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২’।

ইতোমধ্যেই সিনেমাটির প্রকাশিত পোস্টার ও টিজারে ঝড় উঠেছে নেটদুনিয়ায়। আর ফ্যানদের প্রশ্ন, দেবের এই নতুন ছবির মতোই কি জীবনের পর্দাতেও দেখা মিলবে কোনো নতুন অধ্যায়ের?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন প্রজাপতি ২-তে দেবকে সিঙ্গেল ফাদার হিসেবে দেখা যাবে। বাস্তবেও কি দেবের বাবা হওয়ার ইচ্ছে আছে। আপাতত তাকে বাংলার মোস্ট এলিজেবল ব্যাচেলার বললেও কিছু ভুল হয় না। সামনে পেলেই ৪২ বছরের দেবের কাছে অনেকেই প্রশ্ন রাখেন, ‘কবে বিয়ে করছেন’। এবার সরাসরি বাবা হওয়া নিয়ে কথা বললেন তিনি।

এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন আসতে, বেশ চমকেই যান দেব। সেখানে তিনি বলেন, ‘আগে তো বিয়ে করতে হবে।’ বিয়ে নিয়ে দেব আরও বলেন, ‘অবশ্যই নিজের পরিবারের গড়ার ইচ্ছে আমার আছে। আসলে আমি মনে করি এইগুলো সবই ভাগ্য। যখন আমার কপালে লেখা আছে, তখনই হবে।’

প্রজাপতি ২-তে ফের দেখা যাবে দেব ও মিঠুনের জুটি। এটি অভিজিৎ সেন পরিচালনা করেছেন। নায়িকা হিসেবে দেখা যাবে ইধিকা পাল ও জ্যোর্তিময়ী কুণ্ডুকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.