Sylhet Today 24 PRINT

মৃত্যুুর ২৯ বছর পর সালমান শাহ নিয়ে ফেসবুকে এসে যা বললেন শাবনূর

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০২৫

২৯ বছর আগে মারা যান চিত্রনায়ক সালমান শাহ। গেল সোমবার আদালতের এক আদেশের পর সালমানের মৃত্যুর প্রসঙ্গ আবার সামনে এসেছে। আদেশটি ছিল হত্যা মামলা করার। এতদিন যেসব তদন্ত হয়েছে সেগুলো ছিল রমনা থানায় অপমৃত্যুর মামলা ও হত্যা সন্দেহের ওপর ভিত্তি করে।

মঙ্গলবার রাজধানীর রমনা থানাতেই অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। এসবের মাঝে সালমান শাহ ও শাবনূরকে নিয়ে আলোচনা ও গুজব সৃষ্টি হয়। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শাবনূর।

সোমবার ‘আবারও সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা’ শিরোনামে ফেসবুকে একটি পোস্ট করেন শাবনূর। এই পোস্টে তিনি দাবি করেন, উদেশ্যমূলকভাবে তার ও সালমানের সম্পর্ক নিয়ে গুঞ্জন ও মিথ্যা তথ্য ছড়ানো হতো, এখনো তা চলমান রয়েছে।

পোস্টের শুরুতে শাবনূর লিখেছেন, ‘২৯ বছর আগে কিংবদন্তী নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিদেশে অবস্থানকালীন আমি সংবাদমাধ্যমের খবরে এ বিষয়ে অবহিত হয়েছি। অনেকেই এ বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন। তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছে। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন।’

শাবনূর লিখেছেন, ‘সালমান শাহ ছিলো আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিলো একজন জনপ্রিয়, অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে।’

সালমানের মৃত্যুর পর ব্যক্তিগতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে উল্লেখ করেছেন শাবনূর। তিনি লিখেছেন, ‘সালমান শাহর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিলো। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো বা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। আমাদের নিয়ে অনেক জলঘোলা হয়েছে, যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে।’

সালমানের মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন এই নায়িকা। শাবনূরের কথায়, ‘আজও আমি স্পষ্ট করে বলতে চাই—সালমান শাহ কীভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি। যেই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়-এটাই আমার একান্ত দাবি ও প্রত্যাশা।’

সবশেষে সালমানের মায়ের কথাও উল্লেখ করেছে শাবনূর। তিনি বলেন, ‘সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই অনুভব করতে পারি। আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।’

প্রসঙ্গত, শাবনূর পরিবার নিয়ে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন। একমাত্র সন্তান আইজানকে নিয়েই তার ব্যস্ত জীবন। গেলো বছর সিনেমায় ফেরার কথা জানিয়ে দুটি সিনেমার মহরতে অংশ নেন তিনি। কিন্তু পরে শুটিং না করেই ফের অস্ট্রেলিয়ায় ফিরে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.