Sylhet Today 24 PRINT

অনির্বাণের সঙ্গে প্রেমের কথা স্বীকার করে যা বললেন সোহিনী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০২৫

ওটিটি হোক বা বড় পর্দা-সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য জুটি বহুবার মুগ্ধ করেছে দর্শককে। ব্যোমকেশের গম্ভীর অনির্বাণের পাশে সত্যবতী সোহিনীর বুদ্ধিদীপ্ত উপস্থিতি দর্শক মনে রেখেছে আজও। কিন্তু অভিনয়ের মাঝে ২০১৯ সালে প্রেমের সম্পর্কের গুঞ্জনে শিরোনাম হয়েছিলেন তারা। তবে কেউই মুখ খোলেননি সে সময়।

অনির্বাণ বরাবরই বলেছেন, ‘সোহিনী আমার খুব ভালো বন্ধু।’ আর সোহিনীও চুপ থেকেছেন। কিন্তু সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়কে বিয়ের পর পূর্বের সম্পর্কের কথা আর লুকিয়ে রাখলেন না সোহিনী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথমবার সোহিনী নিজেই ভাঙলেন নীরবতা। স্পষ্ট বলে দিলেন, ‘শুধু ভালো ঘনিষ্ঠ বন্ধু নয়, একটা সময় আমাদের প্রেমের সম্পর্কও ছিল।’ তার এই স্বীকারোক্তি যেন মুহূর্তে বদলে দিল বহু পুরনো জল্পনার মানচিত্র।

এই মুহূর্তে অবশ্য অন্য এক বিতর্কের কেন্দ্রে অনির্বাণ। টালিউড ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের জেরে হাতে নাকি নতুন কাজ তার। এ বিষয়ে প্রশ্নের মুখে পড়েন সোহিনী।

অভিনেত্রীর কথায়, ‘এটা হওয়া উচিত না। কাজের মানুষ কেন কাজ থেকে বাদ পড়বে? এটা অন্যায়। আমার অনেক কিছু বলা উচিত, আবার অনেক কিছু বলা যাবে না। প্রত্যেকে নিজেদের মতো করে লড়াই করছে। আমি আমার মতো লড়ছি, নিজের সমস্যাগুলোই সামলাতে পারছি না। সে তার মতো লড়ছে। টেকনিশিয়ান ভাই-বোনেরা আমার খুব কাছের। আমরা সবাই চাই ইন্ডাস্ট্রি উন্নতি করুক, এটাই সোজা কথা।’

প্রসঙ্গত, মুখাভিনেত্রী মধুরিমা গোস্বামীর সঙ্গে ২০২০ সালের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনির্বাণ। সম্প্রতি তাদের দাম্পত্যে ফাটলের গুঞ্জনও ছড়িয়েছিল।

অন্যদিকে, অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনীর দীর্ঘদিনের সম্পর্ক ভাঙে ২০২৩ সালে। তারপর তার জীবনে আসেন সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। ২০২৪ সালের ১৫ জুলাই বিয়ে বিয়ে করেন সোহিনী-শোভন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.