Sylhet Today 24 PRINT

আমার রুহ ইন্ডিয়ায়: মাহিয়া মাহি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০২৫

কিছুদিন লোকচক্ষুর অন্তরালে থাকলেও আবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। কিছুদিন আগেই নীরবতা ভেঙে তিনি আবারও স্বামী রাকিবের সঙ্গে সংসার জোড়া লাগার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন।

এরপর থেকে বিভিন্ন সময়ের ছবি তিনি তার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছেন। অনুরাগীরাও প্রিয় নায়িকাকে দেখে উচ্ছ্বসিত হচ্ছেন।

বর্তমানে এই নায়িকা অবস্থান করছেন আমেরিকায়। তবে সশরীরে সেখানে থাকলেও তার মন পড়ে আছে পাশের দেশ ভারতে। সম্প্রতি মাহির একটি ফেসবুক পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।

একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। পরনে ছিল স্টাইলিশ লং সুট, আর চোখে কালো রোদচশমা। আমেরিকার রাস্তায় ক্যামেরাবন্দী হলেও ছবির ক্যাপশনটিই মূলত ভক্তদের ভাবিয়ে তুলেছে। ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আমার রুহ ইন্ডিয়ায় আর আমি আমেরিকায়।’

নায়িকার এমন রহস্যময় ক্যাপশন দেখে নেটিজেনদের মনে জেগেছে নানা প্রশ্ন। হঠাৎ কেন তার রূহ ভারতে পড়ে রইল, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ভক্তদের অনেকেই মন্তব্যের ঘরে এর কারণ জানতে চেয়েছেন।

জানা গেছে, মাহির ছেলে স্বামীর সাথে ভারতে থাকে। ছেলের জন্যেই্ এমন পোস্ট মাহির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.