Sylhet Today 24 PRINT

কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের শারীরিক অবস্থার উন্নতি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরের কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আল-আমিন এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার সহকর্মী ও স্বজনরা।

তার সহকর্মী আজাদ হোসেন জনি বলেন, আল-আমিন এখন আগের চেয়ে ভালো আছে এবং চিকিৎসায় সাড়া দিচ্ছে। ডাক্তাররা তাকে এখনও হাসপাতাল থেকে ছাড়তে রাজি নন।

কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নে।

যেভাবে আগুনে পুড়লেন কনটেন্ট ক্রিয়েটর আল আমিন
গত ২৮ নভেম্বর সকালে উপজেলার দাড়িয়াপুর গ্রামে একটি পুকুরে মাচা তৈরি করে পুকরের পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে শীতের গোসলের ফানি ভিডিও বানানোর চিত্রধারণ করছিলেন আল-আমিনের সহযোগীরা। তবে অতিরিক্ত পেট্রোল ঢালার ফলে বড় শিখা তৈরি হলে আল-আমিন পানিতে ঝাঁপ দেন। এতে তিনি দগ্ধ হন।

আল-আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী জানান, পুকুরের পানিতে নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি পেট্রোল ঢেলে দেওয়ায় আগুন স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক উচ্চতায় ওঠে যায়। এ আগুনের লেলিহান শিখায় তার শরীরের ৩৫-৪০ ভাগ দগ্ধ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.