Sylhet Today 24 PRINT

আজ আমাদের দুই জীবন এক হল: জেফারের সাথে বিয়ের ছবি দিয়ে রাফসানের পোস্ট

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০২৬

গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটল, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে বিয়ের খবর সামনে আনলেন উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান।

বুধবার ফেইসবুকে বিয়ের কয়েকটি ছবি একই সময়ে পোস্ট করেছেন রাফসান ও জেফার। জীব্নে চলার পথে নতুন যাত্রার শুরুতে দোয়া চেয়েছেন দুজনে।

পোস্টে লেখা হয়েছে, “‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া আমাদের কাম্য।

“আজ আমাদের দুই জীবন এক হল, শুরু হল একসাথে পথচলার এক সুন্দর গল্প।”

ছবি পোস্ট করার পরপরই কমেন্ট বক্সে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তার বন্যা বয়ে যায়।

এটি রাফসানের দ্বিতীয় বিয়ে।

রাফসান ও জেফারের বিয়ে করতে চলেছেন-এ নিয়ে সোশাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে মঙ্গলবারই। আর দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে অনেকদিন হল। তবে রাফসান বা জেফার কেউই তাদের সম্পর্ক স্বীকার করেননি কখনোই।

বিদেশে রাফসান ও জেফারের একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে কথা শুরু হলেও ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা । রাফসান বরাবরই বলে আসছেন, তিনি ব্যক্তিগত বিষয় ব্যক্তিপর্যায়েই রাখার পক্ষপাতি।

জেফারও একবার সাংবাদমাধ্যমে বলেছিলেন,পাবলিক কমেন্ট কিংবা সোশ্যাল মিডিয়ার মন্তব্যের ওপর ভিত্তি করে প্রেমের গল্প বানানো ঠিক নয়।

এরমধ্যে কিছুদিন আগে সানিয়া সুলতানা এশার সঙ্গে রাফসান তার তিন বছরের সংসার ভাঙার খবর নিজেই জানান সামাজিক যোগাযোগমাধ্যমে।

তখন ফের জেফারের সঙ্গে তার সম্পর্কের বিষয় নিয়ে কানাঘুষো শুরু হয়।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ মিনিটের একটি ভিডিও বার্তায় রাফসান বলেছিলেন, হুট করে নয়; বরং দেড় বছর ধরেই তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদ নিয়ে তার স্ত্রী ও দুই পরিবারের সঙ্গেও আলোচনা করেছিলেন বলেন রাফসানের ভাষ্য ছিল।

এবার বিয়ের ছবি প্রকাশের পর সব জল্পনা ও কানাঘুষোর ইতি ঘটলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.