Sylhet Today 24 PRINT

শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ রশিদ খান মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম গুরুস্থানীয় ব্যক্তিত্ব ওস্তাদ আব্দুল রশিদ খান। খেয়াল, ধ্রুপদ, দামর এবং ঠুমরীর রাগে গেয়ে উপমহাদেশের শ্রোতাদের মনোরঞ্জন করা বিখ্যাত এই সঙ্গীতজ্ঞ আর নেই।

১৮ ফেব্রুয়ারি ১০৭ বছর বয়সে প্রয়াত হলেন শাস্ত্রীয় সঙ্গীতের এই গুরু।

তার পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বার্ধক্যজনিত কারণে হঠাৎ বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করেন আব্দুল রশিদ খান। এমতাবস্থায় দ্রুতই তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। আর সেখানে নিতে নিতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বয়োজ্যেষ্ঠ এই শিল্পী।

প্রসঙ্গত, ভারতের উত্তরপ্রদেশে ১৯০৮ সালের ১৭ আগস্ট জন্মেছিলেন ওস্তাদ আব্দুল রশিদ খান। পারিবারিকভাবেই সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন তিনি।

সঙ্গীতে হাতে নাতে তার প্রথম গুরু ছিলেন জ্যেঠু ইউসুফ খান ও বাবা জুনিয়র ইউসুফ খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.