Sylhet Today 24 PRINT

বাংলা ভাষায় কাজ করে আমি ভুল করেছি : কবির সুমনের ক্ষোভ

বিনোদন ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলা জীবনমুখী গানের বিশিষ্ট নাম কবির সুমন। বাংলা ভাষাভাষি মানুষের কাছে কবির সুমন মানেই একটা প্রশ্ন। কোন কিছুর রাখডাক না করেই সহজেই যে কোন কথা বলতে পারার কারণে তিনি বিতর্কিতও হয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে নিজের মনের আক্ষেপ প্রকাশ করলেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।

ভাষা দিবস উপলক্ষে কবির সুমন রোববার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘আজ একুশে ফেব্রুয়ারির দিন, আমি জানাচ্ছি - বাংলা ভাষায় কাজ করে আমি ভুল করেছি। আমি বাংলায় কাজ করলেও আমি বাঙালি নই। আর এখানে ফিরে এসে ভুল করেছি। অন্য যে কোনও ভাষায় এই লেখা নয়, এর চেয়ে ৫০০ গুণ খারাপ লিখলেও কেউ আমায় অসম্মান করত না। আমার সৃষ্টি সম্পর্কে কত সহজে মন্তব্য করে দেয় বাংলার দিগগজরা।’

তিনি আরও লিখেন, ‘কী তাদের অবদান বাংলা বা কোনো ভাষার গানের কথায় সুরে? কে তারা? আমার সৃষ্টির কতটুকু জানে তারা? রবীন্দ্রনাথ বুঝেছিলেন। তার শেষ জীবনে পাশ্চাত্যে আঁকা ছবিগুলো যাতে কখনও তার দেশে না পাঠানো হয় তার পাকা ব্যবস্থা করে দিয়ে ছিলেন তিনি। লিখেছিলেন, আমার দেশে পাঠালে এগুলো অপদার্থদের হাতে পড়বেই এবং যে মন্তব্য তারা করবে তা আমি সহ্য করতে পারব না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.