Sylhet Today 24 PRINT

মরমী কবি পাগলা কানাইয়ের ২০৬তম জয়ন্তী আজ

ডেস্ক রিপোর্ট |  ০৮ মার্চ, ২০১৬

ঝিনাইদহের নিরক্ষর মরমী কবি পাগলা কানাইয়ের ২০৬তম জয়ন্তী আজ মঙ্গলবার। 

লোক-সাধনা ও মরমী সঙ্গীতের এ কবি ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে বাংলা ১২১৬ সালের ২৫ ফাল্গুন জন্মগ্রহণ করেন। বাংলা ১২৯৬ সালের ২৮ আষাঢ় মৃত্যুবরণ করেন। 

‘জিন্দা দেহে মুরদা বসন, থাকতে কেন পরনা, মন তুমি মরার ভাব জান না , মরার আগে না মরিলে পরে কিছুই হবে না/ আমি মরে দেখেছি, মরার বসন পরেছি, কয়েকদিন বেঁচে আছি, তোরা দেখবি যদি আয় পাগলা কানাই বলতেছি।’ এরকম অসংখ্য দেহতত্ত্ব, জারি, বাউল, মারফতি, ধূয়া, মুর্শিদী গানের স্রষ্ঠা এ মরমী কবি। 

সাধক পাগলা কানাইয়ের জন্মজয়ন্তী উপলক্ষে পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ কবির মাজার প্রাঙ্গণে ৩ দিনব্যাপি কর্মসূচির আয়োজন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের কবির  প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, মিলাদ মাহফিল, লাঠিখেলা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আবৃত্তি, পাগলা কানাই রচিত সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, পালাগান প্রতিযোগিতা ও আলোচনা সভা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.