Sylhet Today 24 PRINT

পনেরো বছর পর বিজ্ঞাপনে মৌ-নোবেল জুটি

বিনোদন ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৬

শাড়ি পরে এক নারী বসে আছেন রেস্টুরেন্টে। এমন সময় হাতে কিছু ফুল ও উপহার নিয়ে সেখানে সুদর্শন এক পুরুষ হাজির। পুরনো সম্পর্ককে নতুন করে জোড়া দেয়ার চেষ্টা তার। কিন্তু নারীটি কি সায় দেবে সরল ভালোবাসায়? নাকি তার জন্য থাকছে অন্য কোন পরামর্শ? এ ভাবেই দেশের সবচেয়ে জনপ্রিয় মডেল জুটি নোবেল আর মৌকে পনেরো বছর পর দেখা যাবে নতুন এক বিজ্ঞাপন চিত্রে। বিজ্ঞাপনটি তৈরি হচ্ছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ‘উইন ব্যাক’ অফারের জন্য।

শনিবার রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে বিজ্ঞাপনটির শুটিং হয়। প্রিয়জনের ফিরে আসার গল্প দিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কিবরিয়া ফারুকী।

বিজ্ঞাপন প্রসঙ্গে নোবেল বলেন, ‘আজকে যে বিজ্ঞাপনটির শুটিং হলো, এটি রবি’র একটি প্রডাক্ট। গল্পটা দারুণ। তাই আমরা (নোবেল-মৌ) একসঙ্গে কাজ করছি।’

এদিকে মৌ বলেন, ‘বিজ্ঞাপনের ক্ষেত্রে এখন একটা পরিবর্তন এসেছে। আমরা নিজেরাও এ ধরণের কাজে অভ্যস্ত, সেটি হলো সংলাপ নির্ভরতা। আগে গ্ল্যামারটা বেশি গুরুত্ব দেয়া হতো, এখন সংলাপের গুরুত্ব বেশি। ভালো গল্প হলে ভালো বিজ্ঞাপন হয়।’

অন্যদিকে বিজ্ঞাপন নির্মাণ প্রসঙ্গে কিবরিয়া ফারুকী বলেন, ‘গল্প নির্ভর বিজ্ঞাপনটিতে নোবেল ও মৌকে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। মূলত এই জুটিকে চিন্তা করেই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।’

প্রায় এক যুগ আগে নোবেল-মৌ জুটি বেঁধে একটি সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন। সবশেষ ‘হাইওয়ে’ নামের একটি নাটকেও তারা একসঙ্গে অভিনয় করেছেন।

উল্লেখ্য, আগামী ২১ এপ্রিলের পর যেকোন সময় থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.