Sylhet Today 24 PRINT

নিলামে প্রিসলির গিটার, মাইকেল জ্যাকসনের জ্যাকেট

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৬

পপ স্টার এলভিস প্রিসলির একটি গিটার ৩ লাখ ৩৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। নিউইয়র্কে নিলামে বিক্রি হওয়া গিটারটি প্রিসলি তার বাবার কাছ থেকে উপহার পেয়েছিলেন বলে বিবিসি জানিয়েছে।

ধারণা করা হয় প্রিসলি কারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়ার পর তার বাবা ভেরনন প্রিসলি গিটারটির রঙ বদলে কালো রঙ দিয়েছিলেন।

১৯৭৫ সালে নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিত একটি কনসার্টের সময় এলভিস প্রিসলি এই গিটারটি তার এক ভক্তকে উপহার দিয়েছিলেন।

জন লেননের হাতে লেখা গানের একটি বাণীও এই নিলামে বিক্রি হয়েছে। গানের কথা লেখা এই কাগজটির দাম উঠেছে সাড়ে তিন লাখ ডলারেরও বেশি।

বিক্রি হয়েছে মাইকেল জ্যাকসনের একটি জ্যাকেট। ১৯৯৬-৯৭ সালে হিস্ট্রি বিশ্ব ট্যুরে এই জ্যাকেট পরে তিনি গান গেয়েছিলেন। এই জ্যাকেটের দাম উঠেছে আড়াই লাখ ডলারেরও বেশি। এছাড়াও বিক্রি হয়েছে এলভিস প্রিসলির প্রথম পিয়ানোটিও। দাম উঠেছে প্রায় দেড় লাখ ডলার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.