Sylhet Today 24 PRINT

তিন দশকে অবসকিওর ব্যান্ড

নিউজ ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৫

১৯৮৫ থেকে ২০১৫, সময়ের হিসাবে ৩০ বছর। শহর খুলনা থেকে যে তরুণেরা গঠন করেছিলেন ব্যান্ড দল সময়ের ব্যবধানে এখন দেশব্যাপী তার পরিচিতি। অবসকিওর ব্যান্ড- সঙ্গীতপ্রিয় বাংলাভাষীদের প্রিয় এক নাম হয়ে গেছে ইতোমধ্যেই।

১৯৮৬ সালে প্রযোজনা প্রতিষ্ঠান সারগাম থেকে অবসকিওরের প্রথম অ্যালবাম 'ভলিউম ১' প্রকাশ হয়েছিল। সেই অ্যালবামের 'মাঝ রাতে চাঁদ যদি', 'ছাইরা গেলাম মাটির পৃথিবী', 'ভণ্ড বাবা'সহ বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পায়।

এরপর তাদের আরও আটটি অ্যালবাম প্রকাশ হয়েছে। ২০১৪ সালে তাদের নবম অ্যালবাম 'অবসকিওর ও বাংলাদেশ' বাজারে এসেছে।

ব্যান্ডের প্রধান সাইদ হাসান টিপু বলেন, ''গানকে ভালোবাসি বলেই হয়তো এতদূর আসতে পেরেছি। শ্রোতারাও হয়তো আমাদের ভালোবাসে, নইলে সম্ভব হত না। বেশ কয়েকবার ব্যান্ডের কার্যক্রম স্থগিত ছিল।

২০১৩ সালে 'ফেরা' দিয়ে নতুনভাবে আমরা শ্রোতাদের সামনে আসতে পেরেছি। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। আর ব্যান্ডের পক্ষ থেকেও উদযাপন উৎসব আয়োজনের পরিকল্পনা আছে।''

ব্যান্ডের বর্তমান লাইনআপ- টিপু (গায়ক), রাজু (বেজ), রাজিব (লিড গিটার), শান্ত (গিটার), রিঙ্কু (ড্রামস) ও শাওন (কি-বোর্ড)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.