Sylhet Today 24 PRINT

ভারতীয় চ্যানেল দেখেন এদেশের অধিকাংশ নারী, শীর্ষে স্টার জলসা

বিনোদন ডেস্ক |  ১৬ জুন, ২০১৬

বাংলাদেশে টেলিভিশন দেখেন এমন নারীদের ৬৬ শতাংশের বেশি অধিকাংশ সময় ভারতীয় টিভি চ্যানেল দেখেন। আর ভারতীয় চ্যানেলের শীর্ষে রয়েছে স্টার জলসা, যা এদেশের ৫৮ শতাংশ নারী দর্শক নিয়মিত দেখেন।

সরকারের পরিবার পরিকল্পনা অধিদফতরের তথ্য, শিক্ষা, যোগাযোগ ও আচরণ পরিবর্তন কর্মসূচির প্রভাব যাচাই বিষয়ক এক জরিপে এই তথ্য উঠে এসেছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ওই জরিপের তথ্য প্রকাশ করা হয়। জরিপটি করেছে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ।

জরিপে দেখা গেছে, দেশের ৯০ শতাংশ নারী টেলিভিশন দেখেন। এদের ৫৮ দশমিক ২ শতাংশ অধিকাংশ সময় ভারতীয় চ্যানেল স্টার জলসা দেখে, ৬ দশমিক ৬ শতাংশ জি বাংলা এবং ১ দশমিক ৮ শতাংশ দেখে স্টার প্লাস চ্যানেল।

অন্যদিকে রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন নারীরা বেশি দেখেন। এই হার ১৯ দশমিক ১ শতাংশ।

জরিপ প্রতিবেদন উপস্থাপন করে পপুলেশন সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুল ইসলাম বলেন, দেশের ৮৯ দশমিক ৮ শতাংশ নারী টেলিভিশন দেখেন। বস্তিতে এই হার ৯৮ দশমিক ৯ শতাংশ।

এছাড়া রেডিও শোনেন দেশের ৬৩ দশমিক ৭ শতাংশ নারী। সংবাদপত্র ও সাময়িকী পড়ে্ন ৩৪ দশমিক ৩ শতাংশ নারী।

জরিপে সাতটি বিভাগের গ্রাম ও শহরের পাঁচ হাজার ৭৭ জন নারীর কাছ থেকে তথ্য নেয়া হয়। এসব নারীর বয়স ১৫ থেকে ৪৯ বছর। এ ছাড়া ১৩ থেকে ১৯ বছর বয়সী ৬৭০ জন অবিবাহিত কিশোরীর তথ্যও সংগ্রহ করা হয়।

চলতি বছর মে থেকে জুনের প্রথম সপ্তাহে জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.