Sylhet Today 24 PRINT

পারিশ্রমিক সংক্রান্ত ঝামেলায় ভুতু, কিরণমালাসহ শুটিং বন্ধ পাঁচ সিরিয়ালের

বিনোদন প্রতিবেদক  |  ১৩ জুলাই, ২০১৬

টেকনিশিয়ানদের সাথে পারিশ্রমিক সংক্রান্ত ঝামেলায় টালিগঞ্জের স্টুডিওতে কাজ বন্ধ হয়ে গেছে কলকাতার জনপ্রিয় পাঁচ সিরিয়ালের।

কলকতার দৈনিক সংবাদ প্রতিদিন তাদের খবরে জানিয়েছে ওভারটাইমের টাকা না পাওয়ায় টেকনিশিয়ানরা জি বাংলা চ্যানেলের ভুতু, পটলকুমার গানওয়ালা, গোয়েন্দা গিন্নি, বেদিনী মলুয়ার কথা ও কিরণমালা- এই পাঁচ ধারাবাহিকের শুটিংয়ের কাজ বন্ধ করে দিয়েছেন। ফলে এই সিরিয়ালগুলো নতুন কোন পর্বের শুট্যিং আপাতত করা যাচ্ছে না।

জানা যায়, ভেঙ্কটেশ ফিল্মস, রাজ চক্রবর্তী প্রোডাকশন ও অন্যান্য প্রযোজনা সংস্থার বিরুদ্ধে বকেয়া না মেটানোর এই অভিযোগ উঠেছে৷ ওভারটাইমের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও শেষমেশ তা রাখা হয়নি বলে জানা যাচ্ছে৷ এমনকি বাড়তি টাকা দাবি করলে কাজ ছেড়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে প্রোডাকশন হাউসগুলির পক্ষ থেকে৷ এরপরই কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন টেকনিশিয়ানরা৷

তবে এই সিরিয়ালগুলো নির্মাতারা জানিয়েছেন জানিয়েছে, সব সমস্যা অচীরেই মিটে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.