Sylhet Today 24 PRINT

প্রথম ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ পাচ্ছেন সাবিনা ইয়াসমিন

অনলাইন ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৬

নজরুলসংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগম স্মরণে প্রবর্তিত হয়েছে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’। প্রথম পদকটি পাচ্ছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের একজন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে স্বর্ণপদক ও নগদ অর্থ।

গত ফেব্রুয়ারি মাসে গঠিত ‘ফিরোজা বেগম ট্রাস্ট’ কর্তৃক প্রতিবছর বাংলাদেশের একজন বরেণ্য শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের একজন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক ও সম্মানী প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। ফিরোজা বেগমের ৯০তম জন্মবার্ষিকীতে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনকে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক-২০১৬’ ও এক লাখ টাকা সম্মানী দেওয়া হবে। এ ছাড়া স্বর্ণপদক ও নগদ অর্থ পাওয়া ২০১৫ সালে ঢাবির সংগীত বিভাগে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী পার্থ প্রতিম মিত্র।

২৮ জুলাই বিকেলে ঢাবির সহ–উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে স্বর্ণপদক তুলে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিরোজা বেগম ট্রাস্ট্রের পক্ষে পদক ও সম্মানীর অর্থায়ন করবে এসিআই ফাউন্ডেশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.