Sylhet Today 24 PRINT

‘এই সাধারণ ভদ্রতা ভারতীয়দের শেখা উচিত’, অগ্নিমূর্তি জয়া [ভিডিও]

মোবাইল ও ক্যামেরার অবিরত ফ্ল্যাশে বিরক্ত হয়ে ফটোগ্রাফারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন জয়া

অনলাইন ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৬

রেগে আগুন হয়ে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। গত ১৭ আগস্ট মুম্বাইয়ের এনএম কলেজের উমাঙ উৎসবে এক অধিবেশনে অংশ নিতে যান তিনি। তাকে সামনে পেয়ে অবিরত ছবি তুলতে থাকে দর্শকরা।

এ কারণে তাদের ওপর ক্ষেপে গিয়ে ৬৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘দয়া করে ছবি তোলা বন্ধ করুন। এটা খুব খারাপ লাগে। কারণ এটা আমার চোখের ওপর প্রভাব ফেলে।’

জয়া আরও বলেন, ‘এই সাধারণ ভদ্রতা ভারতীয়দের শেখা উচিত। হাতে ক্যামেরা আর একটা মোবাইল আছে বলেই অনুমতি না নিয়ে ইচ্ছেমতো ছবি তুলতে থাকেন সবাই। এই সাধারণ শিক্ষা সব স্কুল-কলেজ এবং বাড়িতে বাবা-মায়েদের উচিত সন্তানদের শেখানো।’

অনুষ্ঠানে একসময় হঠাৎ জয়া খুব বিরক্ত হয়ে আলোচনা থামিয়ে বলেন, ‘আপনারা ছবি তুলে নিন, তারপর কথা বলবো।’ যোগ করে তিনি বলেছেন, ‘এটা খুবই বিরক্তিকর। কারও ক্যামেরাবন্দি না হওয়ার স্বাধীনতা আমার আছে। ছবি তোলার জন্য না বলতে পারি। এখানে আলোচনার চেষ্টা করছি। আর আপনারা সামনে বসে আমার চোখের ওপর ফ্ল্যাশ মেরেই যাচ্ছেন। বিশৃঙ্খলা আমার ভালো লাগে না।’

এবারই প্রথম নয়, জনসম্মুখে এর আগেও জয়ার মেজাজ গরম দেখা গেছে। ২০১৩ সালে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে অ্যাইশ বলে ডাকায় এক সাংবাদিকের নিন্দা জানান তিনি। সংশোধন করতে আদেশ দিয়ে তিনি বলেন, ‘ও কি তোমার সহপাঠী? তাকে ঐশ্বরিয়া ডাকো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.