Sylhet Today 24 PRINT

এবার অশ্লিল সংলাপ দিয়ে বিতর্কে মল্লিকা

নিউজ ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৫

'ডার্টি পলিটিক্স' ছবিতে অশ্লিল ডায়লগ দিয়ে ফের বিতর্কে এসেছেন আলোচিত-সমালোচিত বলিউড স্টার মল্লিকা শেরওয়াত । এদিকে  মল্লিকা শেরওয়াতের মুখের ডার্টি ওয়ার্ডে সেন্সরের বোর্ডের ছাড়পত্র পেয়ে যাওয়ায়  বিতর্ক রূপ নিয়েছে ক্ষোভে । 'ডার্টি পলিটিক্স' ছবিতে এমন কিছু সংলাপ বলেছেন মল্লিকা যাতে অনেকেরই ভুরু কুঁচকে যাবে । তাই সেন্সরের ছাড়পত্র মিললেও বিতর্ক পিছু ছাড়ছে না মল্লিকার ।
এ ছবিতে অনোখি নামে এক আইটেম গার্লের ভূমিকায় অভিনয় করেছেন মল্লিকা।ছবি গড়ালে এই চরিত্রটিই একজন রাজনীতিক হয়ে উঠবেন । কিন্তু তাতে অবশ্য মুখের ভাষা বদলায় না। সংলাপে বেশ কিছু কুৎসিত কথা রয়েছে মল্লিকার মুখে ।
কেন সেন্সর সে সব কথায় নিষিদ্ধাদেশ জারি করল না বিতর্ক উঠেছে। সমালোচকরা বলছেন , ভারতীয় সংস্কৃতির অবমূল্যায়ন করতেই এসব সংলাপ দিয়ে সিনেমা বানানো হয়েছে । 

মল্লিকা অবশ্য এমন অভিযোগ আমলে না নিয়ে বলেছেন- 'রিয়েলিস্টিক ছবিতে এমন হতেই পারে' ।

ছবিতে ওম পুরির সাথে মল্লিকার বেশ কিছু ঘনিষ্ট দৃশ্য ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়িয়েছে । এবার এই সংলাপ বিতর্কও আখেরে মাইলেজ দিচ্ছে মল্লিকাকেই ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.