Sylhet Today 24 PRINT

২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘পৌষ মাসের পিরিত’

বিনোদন ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৬

আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দুই বাংলার বিখ্যাত ঔপন্যাসিক নরেন্দ্রনাথ মিত্রের ‘রস’ গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘পৌষ মাসের পিরিত’। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনে ‘পৌষ মাসের পিরিত’ চলচ্চিত্রটি নিয়ে কথা বলেন সংগীতশিল্পী মমতাজ বেগম।

এসময় তিনি বলেন, “এখন সিনেমা দেখতে গেলে কিছুক্ষণ পরে মনে হয়, কেন বাচ্চা নিয়ে ছবি দেখতে এলাম। একা দেখতে গেলে মনে হয়, একাই এসে ঠিক করেছি, সঙ্গে ছেলেমেয়ে নিয়ে এলে কী হতো! এখন সিনেমার যে অবস্থা, তাতে পরিবার নিয়ে দেখার সুযোগ নেই। এগুলোরও দর্শক আছে, যে কারণে এসব নিয়ে কিছু বলি না। তবে ‘পৌষ মাসের পিরিত’ ছবিটা সবাই পরিবার নিয়ে দেখতে পারেন।”
 
‘পৌষ মাসের পিরিত’ ছবিটি পরিচালনা করছেন নার্গিস আক্তার। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন টনি ডায়েস ও পপি। দীর্ঘ সাত বছর পর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বলে সন্তুষ্টি প্রকাশ করে নার্গিস আক্তার বলেন, ‘অনেক চড়াই-উতরাই পার হয়ে আমরা ছবিটি মুক্তি দিতে পারছি, এ জন্য ভালো লাগছে। আমি সব সময় বাংলাদেশের বাংলা ছবি বানাই, এই ছবি দেখে আপনাদের মনে হবে, বাংলাদেশের একটি বাংলা ছবি দেখছি। মমতাজ আপা বলেছেন এখনকার ছবির কী অবস্থা। আমার মনে হয়, যারা নায়িকাদের হাফপ্যান্ট দেখতে দেখতে বিরক্ত, তাঁরা আমার এই ছবি দেখে একটু স্বস্তি পাবেন।’

চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান ছবিটি সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, ‘আমরা যখন ছবির শুটিং করি, তখন ডিসেম্বর মাস। ভোররাত ৩টায় ঘুম থেকে উঠে শুটিংয়ে যেতাম। সূর্যোদয় থেকে শুটিং শুরু করতাম। এত ভোরে যখন স্পটের উদ্দেশে রওনা দিতাম, তখন আশপাশের মানুষ মনে করত হয়তো ডাকাত পড়েছে। কয়েক দিনের মধ্যে এলাকার মানুষ আমাদের সঙ্গে এভাবে মিশে যায় যে কাজের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা পাই।’

ছবির নায়ক টনি ডায়েস বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন, সেখান থেকে স্কাইপের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যুক্ত হন। ছবি নিয়ে টনি বলেন, ‘প্রতিদিন এত সকালে উঠে শুটিং করতে হয়েছে, মনে হলেই অবাক লাগে। একটি কাজের জন্য আমরা কী পরিমাণ কষ্ট করেছি, তা ভাবতেই অবাক লাগে। তবে এটা সম্ভব হয়েছে আমাদের পুরো টিমের জন্য। আশা করি, দর্শক হলে গিয়ে ছবিটি দেখবেন, তাঁদের ভালো লাগবে।’

অনুষ্ঠানে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘এখন সবাই একটা স্ক্রিপ্ট নিয়ে কাজে নামছে আর ছবি শেষ করছে, কেউ ছবি বানাচ্ছে না। যে কারণে আমাদের দেশের চলচ্চিত্র নাই হয়ে যাচ্ছে অথবা তামিল ছবি হয়ে যাচ্ছে। এই ছবি নার্গিস আক্তার বানিয়েছেন। আশা করি, সবার ভালো লাগবে।’

অনুষ্ঠানে ছবির নায়িকা পপি উপস্থিত ছিলেন না, তবে ছবির অন্য কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা ছিলেন। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টনি ডায়েস ও চিত্রনায়িকা পপি। এ ছাড়া আরো অভিনয় করেছেন আহমেদ রুবেল, প্রিয়াঙ্কা, তরু মোস্তফা প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। ছবিটির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, মমতাজ ও মনির খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.