Sylhet Today 24 PRINT

অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহবান

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৬

৮৯তম অস্কারের বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে কমিটিতে চেয়ারম্যান হিসেবে আছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খান।

অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে মনোনয়নের জন্য বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান করা হেয়েছে । 

৮৯তম অস্কার বাংলাদেশ কমিটির মিডিয়া কোঅর্ডিনেটর রবিন শামস জানান, বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের (হাসান হোল্ডিং, ৯ম তলা, ৫২/১ নিউস্কাটন, ঢাকা ১২১৭ থেকে) ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে ২১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।

২০১৫ সালের ১ অক্টোবরের পর মুক্তি পাওয়া প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.