Sylhet Today 24 PRINT

শাকিব কোরবানি দেন ভুলগুলো, বুবলী মনের পশু

বিনোদন ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৬

কোরবানির ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে গরু-ছাগল কিনেছেন তারকারা। কেউ কেউ একাধিক পশু কোরবানি দিচ্ছেন। তবে ঈদুল আজহা মানে শুধু পশু কোরবানি নয়, মনের পশুকে কোরবানি দেওয়াকেও বোঝায়। নায়ক শাকিব খান ও নবাগত নায়িকা শবনম বুবলী জানালেন অন্য রকম কোরবানির কথা।

শাকিব খান বলেন, ‘ছোটবেলা থেকে বাবার সঙ্গে কোরবানির গরু কিনতে যেতাম। এখন আর আগের মতো কোরবানির হাটে যাওয়া হয় না। বাবা একাই গরু কিনে আনেন। সবাইকে নিয়ে গরু কোরবানির মধ্যে একটা আনন্দ আছে। আবার গরিবদের মধ্যে কোরবানির মাংস বিতরণের মধ্যে আলাদা আনন্দ রয়েছে। প্রতি ঈদেই যেহেতু আমার ছবি মুক্তি পায়, তাই দুপুরের পর বিভিন্ন সিনেমা হলে গিয়ে দূর থেকে অবস্থা বোঝার চেষ্টা করি। যদিও এবারের ঈদটা শুটিংয়ের প্রয়োজনে দেশের বাইরে করতে হচ্ছে।’

কোরবানি নিয়ে শাকিব আরো বলেন, ‘ঈদ মানে শুধু পশু কোরবানি নয়, মনের পশুকেও কোরবানি দিতে হবে। আমি সারা বছরই কোনো না কোনো ছবি নিয়ে ব্যস্ত থাকি। যেহেতু সারা বছরই কাজ করি সুতরাং কিছু ভুলও হয়। আমি কোরবানির ঈদে পেছনের বছরের ভুলগুলোকে কোরবানি দেই। কোরবানির ঈদের পর আবার নতুন করে বছরটা শুরু করি। কারণ আমার ভুলের কারণে হয়তো অনেকেই মন খারাপ করতে পারেন। আমি চাই না, আমার জন্য অন্য কারো ক্ষতি হোক। সবাইকে ঈদের শভেচ্ছা।’

এই ঈদে শাকিব খানের বিপরীতে দুই ছবি দিয়ে অভিষেক হতে যাচ্ছে নবাগত শবনম বুবলীর। কোরবানি নিয়ে তিনি বলেন, ‘বাবা-মা ছোটবেলা থেকে বলতেন, কেনা পশুর পাশে নিজের মনের পশুকে কোরবানি দিতে হয়। তারও আগে মনে রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যাতে অন্য কোনো মানুষের ক্ষতি হয়। আমি প্রতি কোরবানির ঈদে বিষয়টা ভাবি এবং মনে করার চেষ্টা করি আমার কারণে কোনো মানুষের ক্ষতি হয়েছে কি না। যদি কোনো ভুল মনে হতো তা হলে নিজে থেকেই মন খারাপ হতো। আমি এখনো মনে করি মনের পশু কোরবানি করা উচিত।’

বুবলী আরো বলেন, ‘আমার দুটি ছবি ঈদে মুক্তি পেয়েছে। আপনারা হলে গিয়ে ছবি দুটি দেখবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

এবারের ঈদে শাকিব ও বুবলী অভিনীত দুটি ছবি ‘বসগিরি’ ও ‘শ্যুটার’ মুক্তি পেয়েছে ২৪১টি হলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.