Sylhet Today 24 PRINT

আমি নামাজে যাই বা চার্চে যাই, তাতে কার কী? : সোহা আলী খান

বিনোদন ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৬

মন্দিরে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর সমালোচকদের জবাব দিলেন সোহা আলি খান। অমৃতসরের স্বর্ণমন্দির ও গণপতি পুজায় যাওয়া নিয়ে যারা তাঁর সমালোচনা করেছিলেন তাদের উদ্দেশে সোহার সাফ জবাব, 'ভারত ধর্মনিরপেক্ষ দেশ, মন্দিরে গেছেন বলেই আমাকে অ-মুসলিম বলে ধরে নেয়ার কোন কারণ নেই।'

নিজের আসন্ন ছবি ‘৩১ অক্টোবর’ এর সাফল্য প্রার্থনা করতে স্বর্ণমন্দির যান মনসুর আলি খান পতৌদির কন্যা। মুম্বাইয়ের একটি গণপতি মণ্ডপে তাঁর প্রার্থনারত ছবি তিনি পোস্ট করেন টুইটারে। এরপরই একশ্রেণির মানুষ প্রশ্ন তোলে, মুসলমান সোহা কী করে হিন্দু উৎসবে যান?

জবাবে সোহা পরিষ্কার জানিয়েছেন, তিনি মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। তবে কীভাবে স্রেফ মন্দিরে যাওয়ার জন্যই তিনি অ-মুসলিম তকমা পাচ্ছেন, তা তাঁর বোধগম্য নয়। কারো এমন কথা বলার অধিকার নেই কারো। তিনি নামাজই পড়ুন আর চার্চেই যান- তাতে কার কী?

সোহার আরও জানান, তিনি কারো সম্পত্তি নন। ভারত ধর্মনিরপেক্ষ দেশ, এখানে প্রত্যেকের ধর্মবিশ্বাস ও ইচ্ছা অনিচ্ছাকে মর্যাদা দেয়া হয়। তাই কারও উচিত নয় নিজেদের মতামত জোর করে তাঁকে গিলিয়ে দেয়ার চেষ্টা করা।

সূত্র: এবিপি আনন্দ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.