Sylhet Today 24 PRINT

বঙ্গবিভূষণ পাচ্ছেন লতা মুঙ্গেশকর

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৬

সঙ্গীত শিল্পী লতা মুঙ্গেশকরকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করবে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।

শনিবার (১৭ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কার্যালয় নবান্ন ভবনে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় অসাধারণ সব গান গেয়েছেন লতা। বাংলায় তার অবদানকে সম্মান জানাতে এই পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মমতা জানান, তিনি লতার সঙ্গে কথা বলেছেন। এতে এই সংগীত শিল্পী রাজিও হয়েছেন, ফলে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে।

আসন্ন দূর্গাপুজার পরেই উপমহাদেশের এই শ্রেষ্ঠ শিল্পীকে সম্মাননা দেওয়া হবে।

উল্লেখ্য, লতা মুঙ্গেশকরের জন্ম ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর। তিনি এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এছাড়া ভারতের ২০টি অঞ্চলিক ভাষাতেও গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। বাংলাতেও তিনি অনেক গান করেছেন।

ইতোপূর্বে ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পাওয়া তিনি দ্বিতীয় সংগীতশিল্পী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.