Sylhet Today 24 PRINT

অস্কারে যাচ্ছে তামিল ছবি ভিসারানাই

বিনোদন ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৬

ভারত থেকে অস্কারে যাচ্ছে তামিল ছবি “ভিসারানাই”। বিদেশি ভাষা ক্যাটাগরিতে মনোনীত হয়েছে তিনটি জাতীয় পুরস্কার পাওয়া এই তামিল ছবি। ২৯টি ছবির সঙ্গে লড়াই করে অস্কারের মনোনয়নে জায়গা করে নিয়েছে “ভিসারানাই”।

এম চন্দ্রকুমারের লেখা উপন্যাস “লক আপ”-এর গল্প নিয়ে তৈরি এই ছবি ক্রাইম থ্রিলার। পুলিশি অত্যাচার, দুর্নীতি এবং অন্যায়ের মুখে নিরীহের অপমৃত্যু, এইসব বিষয়ই ছবিতে উঠে এসেছে। ছবির মূল চরিত্রে রয়েছেন দীনেশ রবি, অনাদি এবং আদুকলাম মুরুগাদোস।

এবছর ৩টি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে “ভিসারানাই”। সেরা তামিল ছবি ছাড়াও এই ছবির সহকারী নায়ক সমুথিরাকানি পেয়েছেন সেরা সহকারী নায়কের পুরস্কার। এডিটিং বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছেন এই ছবির এডিটর কিশোর তে। ৭২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে “ওরিজ়োনতি” বিভাগে দেখানো হয়েছিল এই তামিল ছবি। এখানেই “অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইট্যালিয়া অ্যাওয়ার্ড” জিতেছিল “ভিসারানাই”। গতবছর বিদেশি ভাষা ক্যাটাগরিতে অস্কারে মনোনয়ন পেয়েছিল মারাঠি ছবি “কোর্ট”।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.